ব্লগে এসে অনেকের এই ভাব যেন ঢাকা শহর আইসসা আমার আশা পুরাইসে ,অথবা আমি উহাকে পাইলাম ইহাকে পাইলাম ।কারণ টা কি ?? **আপনি ব্লগে আসেন হঠাৎ দেখলেন সবাই কওয়া শুরু করসে আগুন পোষ্ট আগুন পোষ্ট ,আপনি ভাবলেন হায় হায় পোষ্টে আবার আগুন লাগে কিভাবে !!! গিয়ে দেখেন যে না আসলেই একটা আগুন মার্কা পোষ্ট এখন কার যারা ব্লগার বিশেষ করে ফেব্রুয়ারি এর পরে (মাইনাচ তুমি কুতায়)যারা এসেছেন তারা অনেকেই এখন আর সেই গুল্লি ডট কম এর সেই আগুন পোষ্ট বা পোষ্টে গুলাব এই টাইপ...