বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

এলেমেলো ভাবনা ,ও মাঝরাত্তিরে নিজের অতীত হিসাব নিকাশ-৩

মাঝে মাঝে মাঝ রাত্তিরে মনে হয় এত দিন পর্যন্ত কি করলাম বা কি পেলাম না কি হারালাম তার হিসাব নিকাশ করতে বসি ।কিন্তু এতে নিজের ই কিছুটা ভয় থাকে যে এই হিসাব নিকাশ কি এই একরাতে শেষ করতে পারবো নাকি এর আগেই ভোর হয়ে যাবে ।অতবর আরক্ত চোখে আমার শুভ্র বিছানায় গা টা এলিয়ে দিব। হুম এরকম ই হয় ।কারণ জীবনের হিসাব নিকাশ এর অংশ বের করলে যেটার হার সবচেয়ে বেশি ভাবে প্রকাশ হয়ে আসে সেটা হল নির্মমতা ।নির্মমতা ,এটা জীবনের একটা অবিছেদ্য একটা অংশ ।তবে ননীর পুতুল যারা কিংবা সোনার চামচ মুখে...