কু ঝিক ঝিক ঝিক .........
এই শব্দ টা শুনলেই আমাদের মনে পড়ে সেই ছোটো বেলায় পড়া শামসুর রাহমানের সেই ট্রেন কবিতাটা ,ক্লাস ওয়ান বা টু তে পড়তে হত সেটাঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই
? একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন। ................ট্রেন ভ্রমণ এর আগ্রহ আমার শুরু হয় সেই কবিতাটি পড়েই । তবে সে ট্রেনে চড়ার আকাঙ্খা যে আমার এতো তাড়াতাড়ি পুরণ হবে তা কে জানতো । ক্লাস ওয়ানের পড়া সব বাসায় ই শেষ করে ফেলেছিলাম তাই স্কুল গিয়ে আর সাময়িক পরীক্ষা দেবার প্রয়োজন পড়েনি, তবে পরীক্ষার খাতায় যুদ্ধ করার চেয়ে বাসায় সারাদিন...