বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

অবচেতন মনের কথা অথবা কোন কাল্পনিক ভাবজগত

   শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ইভান।মাথা ঠাণ্ডা রাখার যতটা সম্ভব চেষ্টা করার সে করে যাচ্ছে কিন্তু পারার চেষ্টা করেও পারছে না। কারন আজকে তার জীবনের সব চেয়ে বড় ধাক্কা টা খেয়েছে।তার ৫ বছরের সম্পর্কের ইতি টেনেছে তার মেয়েবন্ধু যাকে কিনা সে তার বন্ধুদের কাছে তার হবু বধু বলে পরিচয় দিতো সে আজ তার ফ্রেন্ড এর মাধ্যমে জানিয়েছে যে তাদের মাঝে আর রিলেশন রাখা সম্ভব নয় …….ব্যাপার টা মনে হতেই সে যেন অন্য জগতে চলে যায় চার সামনে ভেসে উঠে কত স্মৃতি ,সেই প্রথম দেখা ,প্রথম স্পর্শ আরো কতকিছু ….কিন্তু কেন ? কেন !! এই সিদ্ধান্ত বার বার তাকে ফোন করেও পাওয়া  গেল না। নাহ ! হয়তো আমি ভুল শুনেছি নিজেকে প্রবোধ দেয় ইভান ,শাওয়ার নিচে দাঁড়িয়ে...