লেখালেখির অভ্যাস টা বড়ই খারাপ না লিখলে মাঝে মাঝে নেশাখোর দের মত অবস্থা হয় , কিছু না কিছু একটা লিখতে ইচ্ছে করে । তাই ছোটো একটা কিছু লেখার চেষ্টা । কুমিল্লা শহরে স্মৃতি ময় কয়েকটা বছর কাটিয়ে আসা হয় আমার সেখানে তাই এবার ও যাবার সময় বার বার চিন্তা করছিলাম কার সাথে আগে দেখা হবে তাই একটু আবেগের মাত্রাটা আরেকটু বেশিই ছিল ফোন দিয়ে দেখা করার জন্য এক বন্ধু কে বললাম তুই কান্দিরপাড় দাড়া আমি আইতাসি । এদিকে সেই ক্লাস ফাইভ এরপরে এই শহর টাতে আমার বড় হওয়া তাই আবেগের মাত্রা...