চাপ , মানসিক উত্তেজনা এমন প্রেক্ষাপট অনেকদিন সহজে আসেনি, তাই হয়তো অনেক টাই নির্ভার ছিলাম গতকাল ।সকাল থেকেই মুখ থেকে শুধু একটা শব্দ খেলা খেলা, একটু বেশিই আবেগপ্রবণ বলেই হয়তো আগ্রহ টা ছিল সবার থেকেও একটু বেশি। বিজয় মিছিলের কথাও বলে ফেলেছি কয়েকবার .......তারপর ক্যাম্পাস থেকে বাসায় আসা, খেলা দেখা (আসলে আউট হলে দেখতে যাই)এতো সাসপেন্স নিয়ে খেলা দেখা সম্ভব না । যেখানে আমার আম্মুই বলেন যে আমি দেখলে নাকি আউট হয় না , কি আর করা , একদিকে মুভি দেখি ,আর কান থেকে ইয়ারপিস খুলে...