হঠাৎ করেই মনে হল যে ব্লগের লেখা গুলো সেই সাথে নিজের আরো কিছু একান্ত চিন্তা ভাবনা যেগলো মাঝে মাঝে মনের এগলি ওগলি ঘুরে বেড়ায় সেগুলো কে একটা আলাদা জায়গায় রাখা উচিত,সে ভাবনা থেকেই এই সাইট টা খোলা জানি না ঠিক মত আপডেট রাখতে পারবো নাকি তবে চেষ্টা থাকবে ,ভালো থাকবেন সবাই ।