বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

এলেমেলো ভাবনা ,ও মাঝরাত্তিরে নিজের অতীত হিসাব নিকাশ-৩


মাঝে মাঝে মাঝ রাত্তিরে মনে হয় এত দিন পর্যন্ত কি করলাম বা কি পেলাম না কি হারালাম তার হিসাব নিকাশ করতে বসি ।কিন্তু এতে নিজের ই কিছুটা ভয় থাকে যে এই হিসাব নিকাশ কি এই একরাতে শেষ করতে পারবো নাকি এর আগেই ভোর হয়ে যাবে ।অতবর আরক্ত চোখে আমার শুভ্র বিছানায় গা টা এলিয়ে দিব। হুম এরকম ই হয় ।কারণ জীবনের হিসাব নিকাশ এর অংশ বের করলে যেটার হার সবচেয়ে বেশি ভাবে প্রকাশ হয়ে আসে সেটা হল নির্মমতা ।
নির্মমতা ,এটা জীবনের একটা অবিছেদ্য একটা অংশ ।তবে ননীর পুতুল যারা কিংবা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া কি তা জানি না ,তবে জীবনে চাওয়া পাওয়ার যা ছিল তা কোনদিন অপূর্ণ থাকে নি । আর আমার সেমন কোন আকাশ সম চাওয়াও ছিল না। মফস্বলে বড় হওয়াতে চারপাশে যা দেখতাম তা মোটামোটি সবই সাধ্যের মাঝে ছিল ,তবে একটা চাওয়া ছিল যেটা আজও পূর্ণ হয়নি সেটা হল-আমার প্রাইমারী বৃত্তি পেলে আম্মুর দেয়া প্রতিজ্ঞা পুরণ না করা ।
ক্লাস ফাইভ এর বৃত্তি পেলে আম্মু বলেছিল সাইকেল কিনে দিবেন ।সেটা আজও পাইনি ।এটার জন্য আমার ছোটো মনের অভিমান অনেক দিন ধরেই ছিল যেন গাল ফুলানো স্বভাব এর মত ।অবশ্য এই এখন এটা লেখছি যে এখন ও আম্মু আমার পাশেই আছেন তবে কেনো দেননি সেটার যুক্তি যুক্ত কারণ আমিও কোনদিন জানতে চাই নি । তবে মোটামোটি চালাতে পারি । এ নিয়ে আমার অভিজ্ঞতাও খুব ভালো নয়।
একবার এক বড় ভাই এর সাইকেল অনেক প্যান প্যান করে ধার নিলাম ,তখন মনে হয় ক্লাস ফোর বা ফাইভে পড়ি । বিকেলে খেলতে বেড়িয়েছি ।সেই ভাইয়া আমার এক বছরের সিনিয়র ছিলেন মনে হয় ।যদ্দুর মনে পড়ে। একটু মোটাসোটাও ছিলেন ,তো আমি অনেক বায়না করে উনার থেকে সাইকেল টা নিয়ে মাঠে চড়াতে নিয়ে গেলাম । একটু আমার হাইট থেকে বড় ছিল ,যেখানে চালাচ্ছিলাম সেখান টা মাঠ বলবো না মোটামোটি ছোট খাটো ঝোপ ঝাড় নিয়ে কিছু জায়গা ,আমাদের কলোনীর ছেলেরা খেলতো আরো বড় মাঠে।
আমার হঠাৎ করে সাহস বেড়ে গেল ভাবলাম একটু রাস্তায় চালিয়ে দেখিই না কি হয়। রাস্তায় নিয়ে উঠলাম ভালোই চালাতে জানতাম খালি জানতাম না ব্রেক এর ব্যবহার টা ভালো করে কোথায় কোনটা ব্যবহার করতে হয় ।ফলাফল সাইকেল সহ আমি পুরোই চিৎপটাৎ । আর পড়বি তো পড় একেবারে রাস্তার ইট সুড়কি দিয়ে ত্তৈরি মজবুত প্লাস্টার এর উপর পুরো ঘষা খেয়ে ।
মনে আছে হাটু পুরো ছুলে গিয়েছিল ।ব্যথায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম ।
এরপর সেই ভাইয়া থেকে আর সাইকেল চাইতে সাহস পাইনি (আপসুসের ইমো)
এখন ও সাইকেল বা হোন্ডা র কিনার ভুত মাথায় চাপলে আম্মু সেই এক্সিডেন্ট এর কথা মনে করিয়ে দেন
ও হ্যা একটু আগে আম্মু কে ডেকে জিজ্ঞেস করলাম যে কেনো আমাকে সাইকেল কিনে দাও নি ।তখন আম্মুর কথা শুনে মনে হল আসলে নাকিনে দিয়েই ভালো করেছে ।কারন এরপর কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হয়ে যাওয়াতে আর সাইকেল চালানোর মত অবস্থা ছিল না। আর সাইকেল যাতে কিনার কথা না তুলতে পারি এই জন্য আম্মু নাকি স্কুলের কাছে বাসা নিয়েছিলেন । এত্তো চালাকি আজকে জানলাম হায়রে ...............
আবার ও লাইন চ্যুত লিখতে বসেছিলাম নির্মমতা নিয়ে নিয়ে গেল নস্টালজিয়ায় ,যাই হোক সিরিজ যেহেতু চলছে সেহেতু আর কোন একদিন হবে, মাথায় পড়ে রইলো ।
ভালো থাকবেন সবাই ।