বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

অবচেতন মনের কথা অথবা কোন কাল্পনিক ভাবজগত


   শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ইভান।মাথা ঠাণ্ডা রাখার যতটা সম্ভব চেষ্টা করার সে করে যাচ্ছে কিন্তু পারার চেষ্টা করেও পারছে না। কারন আজকে তার জীবনের সব চেয়ে বড় ধাক্কা টা খেয়েছে।তার ৫ বছরের সম্পর্কের ইতি টেনেছে তার মেয়েবন্ধু যাকে কিনা সে তার বন্ধুদের কাছে তার হবু বধু বলে পরিচয় দিতো সে আজ তার ফ্রেন্ড এর মাধ্যমে জানিয়েছে যে তাদের মাঝে আর রিলেশন রাখা সম্ভব নয় …….ব্যাপার টা মনে হতেই সে যেন অন্য জগতে চলে যায় চার সামনে ভেসে উঠে কত স্মৃতি ,সেই প্রথম দেখা ,প্রথম স্পর্শ আরো কতকিছু ….

কিন্তু কেন ? কেন !! এই সিদ্ধান্ত বার বার তাকে ফোন করেও পাওয়া  গেল না। নাহ ! হয়তো আমি ভুল শুনেছি নিজেকে প্রবোধ দেয় ইভান ,শাওয়ার নিচে দাঁড়িয়ে থেকেই পাশের র্যারক থেকে মোবাইল টা হাতে নিয়ে সে ফেসবুকে আবার লগ ইন করার চেষ্টা করে তার অতি প্রিয় বিশ্বস্ত সেট নোকিয়া ২৭০০ ক্লাসিক ,কত ক্লান্তিময় রাতের অভিজ্ঞতা এই নীরব জড় বস্তু টার

রয়েছে ,মাঝে মাঝে ওরা হাসা হাসি করতো ,বলতো যদি মোবাইল এর লেখার ক্ষমতা থাকতো তাহলে সে নিজেই আজ অনেক বড় লেখক হয়ে যেতে পারতো ……আরো কত কি …

হঠাৎ ইভানের চিন্তায় ছেদ পড়ে ,কি ব্যাপার আমার অপেরা ব্রাউজারে তো অটো লগইন করা কিন্তু এতো কিছু ভেবে ফেললাম তারপর ও লোডিং শব্দ টা যেন তার সাথে আজ দুষ্টুমি করছে । দুষ্টুমি !! হাহ কত যে করতো সে তার দুষ্টুমির কথা লিখতে গেলে সে আরেক ইতিহাস ......এর মাঝেও একটা দুষ্টুমি ছিল তার মাঝে মাঝে ব্রেক আপ করে ফেলবে এই টাইপ দুষ্টুমি ইভান আর ও সেদিন গোনার চেষ্টা করছিল কয়বার যেন তুমি আমাকে ব্রেক আপ এর কথা বলেছ এই পর্যন্ত ফোনের ওপাশ থেকে হাসির শব্দ “সেই পরিসংখ্যান কি আমি রাখবো ?? ” হুম গলার স্বর খানি প্রফেসরের মত করে ইভান বলে উঠলো বেশী না মাত্র ১৮ বার । আবার ওপাশ থেকে হাসি । হি হি  হি! নাহ এই মেয়েটা কোনদিন ও সিরিয়াস হল না ।খালি দুষ্টুমি ই করে গেল আর কিছু বুঝলো না । আবার বাস্তবে ফিরে আসে ইভান তার অপেরা ব্রাউজার ও তার সাথে আজ দুঃসময়ের পুরো সুবিধা টুকু নিচ্ছে তার মনে হল । তাই তাড়াতাড়ি মোবাইল এর গুগল দিয়ে লগ ইন করলো, ক্ষীণ আশা হয়তো আবার সেই ইনবক্স, আরে আমি তোমার সাথে ব্রেক আপ করতে পারি তুমি জানো না.. এই বলি ব্রেক আপ আবার ভাবি যে আরে আমি যে তাকে বললাম আমি কি তার সাথে কথা না বলে থাকতে পারবো …. ।যাক অবশেষে লগ ইন হল কিন্তু কোথায় কি ! ইনবক্স এর ১৭০ টা মেসেজ, নতুন কোন মেসেজ নেই যেন বীভৎস ভাবে তার দিকে তাকিয়ে দাত কেলিয়ে হাসছে । প্রচন্ড মন খারাপ এর মাঝে মোবাইল টাকে সে জোরে আছাড় দিতে গিয়েও দিলো না মনে হল শরীর কাপছে । মন কে সুবোধ দিতে লাগলো সে ,কিন্তু পারছে না নার্ভাস ব্রেকডাওন হবে তার ।তার পরও নিজে বিড় বিড় করে বলে চলেছে আই এম অকে আই এ্যাম ফাইন , আমি অনেক ভালো আছি এই যে এখন অনেকটাই মুক্ত স্বাধীন কেউ আর ফোন করে ক্লাস টাইমে জ্বালাবে না ।ক্লাস এ স্যার সামনে থেকে আর কারো ভয়ে ফোন রিসিভ করতে হবে না …..ইভান নিজেই আবিষ্কার করলো সে নিজে নিজেই বলছে নাকি দূর দুরান্ত থেকে ভেষে আসছে এভরিথিং উইল বি অকে কিচ্ছু হবে না ,আরেক দিক থেকে কে যেন বলছে শি উইল বি কাম ব্যাক ,তোমাকে ছাড়া সে থাকতে পারবে না …….এই সব কি নিজেকেই বলছে নাকি তারই অবচেতন মন দুটি সত্ত্বা থেকে তাকে বলছে ……………


সে এসব কিছু শুনতে চায় না ……………..সে প্রাণপণে চাচ্ছে তার অবচেতন মন থেকে আসা শব্দ  গুলো বন্ধ হোক ………




**নিজের নাম ছাড়া আর কারোরটা মনে করতে পারলাম না । লেখকের বাস্তব জীবন হিসেবে ভাববেন নাকি ভাববেন না সেই দায়ভার পাঠক এর উপর বর্তালো ।কারো সাথে মিলে গেলে তা নিছকই কাকতালীয় .